ইউনিমার্ক ফরম্যাট (Unimark Format )

    

        কম্পিউটার কৃত ক্যাটালগ এর বৈশিষ্ট্য এই যে ক্যাটালগ এন্ট্রি প্রস্তুত করা এবং ব্যবহার করা হয় কম্পিউটার মেশিনের মাধ্যমে অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতিতে। সেই কারণে নির্দেশ অনুসারে কম্পিউটারের ধারাবাহিক কর্মপদ্ধতি নিয়ন্ত্রিত হয়। কম্পিউটারে রেকর্ড করার পদ্ধতি এবং ব্যবহার পদ্ধতি মেশিন দ্বারা নিয়ন্ত্রিত। মেশিনের যে রেকর্ড ফরম্যাট (format) হয় তাকে বলা হয় Machine Readable cataloguing (MARC)

        এই পদ্ধতির ব্যবহার প্রথমে লাইব্রেরি অফ কংগ্রেস (Library of Congress) হয় ১৯৬৬ খ্রিস্টাব্দে। এটি অভিহিত করা হত MARC 1 format , এটির উন্নত এবং বহুমুখী ব্যবহারের উপযোগী করে পরিচিত হয় MARC-II নামে

        এটি আমেরিকার জাতীয় ফরম্যাট এর মর্যাদা পায় এবং পরিচিতি হয় ANSI Z 39.2-1971. (American National standard format for Bibliographic information interchange, 1971) . এই ফরম্যাট আন্তর্জাতিক স্ট্যান্ডার রূপে গৃহীত হয় এবং তার পরিচিতি হয় 2790 (1973)

        ব্রিটিশ আমেরিকার যৌথ উদ্যোগে MARC প্রকল্প প্রতিষ্ঠিত হওয়ার পর, 1970 দশকে পৃথিবীর বিভিন্ন দেশে এই format এ MARC প্রকল্প গড়ে ওঠে – যেমন ব্রিটেনে UK MARC, কানাডায় CAN MARC, জাপানে JAP MARC, ইত্যাদি। জাতীয় সূচীকরণ প্রথার বিভিন্ন তার জন্য বিভিন্ন MARC Format এর পার্থক্য থাকার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে তথ্য আদান-প্রদানের সমস্যা দেখা যায়।

        এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে 1977 সালে IFLA এর উদ্যোগে ISO 2709 কে মানক (Stander) ধরে এমন একটি Format তৈরি করা হয় যাতে ওই Format বিভিন্ন MARC Format এ সংঘটিত তথ্যকে গ্রহণ করতে পারে। এই Format ই Universal MARC Format বা UNIMARC নামে পরিচিত।

        UNIMARC এর উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ক্ষেত্রে তথ্য আদান-প্রদানের জন্য বিভিন্ন জাতীয় তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গুলির মধ্যে তথ্য বিনিময় যথাযথ সাহায্য করা। সাধারণত একবার MARC থেকে UNIMARC ও আর একবার UNIMARC থেকে MARC এ রূপান্তরিত করার মাধ্যমে তথ্য আদান-প্রদানের সমস্যা দূরীভূত করা হয়।

        1977 সালে international federation of library association and institution (IFLA) , UNIMARC প্রথম সংস্করণ ও 1980 সালের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত করে।

1983 খ্রিস্টাব্দে UNIMARC Hand Book প্রকাশিত হয়,

1987 খ্রিস্টাব্দে UNIMARC Manual ও

1991 খ্রিস্টাব্দে UNIMARC / Authorities প্রকাশিত হয়

        AACR2R ও ISBD , UNIMARC ফরম্যাট এ ব্যবহার যোগ্য । কিন্তু Abstracting ও Indexing এই দুটি ক্ষেত্রে তথ্য বিনিময় করতে পারে না।



Post a Comment

Previous Post Next Post