বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক, রবীন্দ্র জীবনীকার, বিশিষ্ট গ্রন্থকার ও গবেষক প্রভাত কুমার মুখোপাধ্যায় বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ ও গ্রন্থাগার আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।
তিনি বিভিন্ন সময়ে পরিষদের কাউন্সিলের সদস্য, সহ সভাপতি ও সভাপতি পদে আসীন ছিলেন। ১৯৫৫ সালে কলকাতার খিদিরপুরে অনুষ্ঠিত দ্বাদশ বঙ্গীয় গ্রন্থাগার সম্মেলনে সভাপতিত্ব করেন। ১৯৫৯ সালে বহরমপুরে অনুষ্ঠিত ষোড়শ সম্মেলনে তিনি উদ্বোধন করেন। ১৯৬৮ সালে 22 শে সেপ্টেম্বর তিনি বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন করেন।
১৯৫৭ সালে তিনি রবীন্দ্র পুরস্কার, ১৯৬১ সালে সাহিত্য একাডেমী পুরস্কার, ১৯৬৫ সালে দেশিকোত্তম পুরস্কার এবং ১৯৮১ সালে পদ্মভূষণ উপাধি লাভ করেন। প্রভাত কুমার কে যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সম্মান সূচক " ডি - লিট " উপাধিতে ভূষিত করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় জগত্তারিণী পদক প্রদান করেন।
গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে তিনি যে গ্রন্থটি রচনা করেন সেগুলো হলো :–
১) বাংলা দশমিক বর্গীকরণ (১৯৩৫)
২) হিন্দি দশমিক বর্গীকরণ (১৯৫০)
৩) বাংলা গ্রন্থ বর্গীকরণ (১৯৫৯)
প্রভাত কুমার মুখোপাধ্যায় বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের বহুমুখী কার্যধারা সম্পর্কে বিশেষ আগ্রহী ছিলেন।