Target SSC librarian set-2




১) বছরে কতবার স্টক ভেরিফিকেশন করা হয়?

a) দুইবার  b) একবার  c) বছরে দুইবার  d)  দুই বছরে একবার ।


২)ত্রিমূর্তির সূত্রটি হল ?

a) পুস্তক পাঠক কর্মচারী   b) কর্মচারী পাঠক পুস্তক   c)  পাঠক পুস্তক কর্মচারী d)   কোনোটিই নয়।


৩) MALA গঠন হয় কত সালে ?

a) 1931  b)  1928 c) 1828  d)  1982.


 ৪) এলিমেন্ট অফ ক্লাসিফিকেশন বইটি কার লেখা?

a) মেল ভিল লুইস কোসুদ ডিউই  b) প্রভাত কুমার মুখোপাধ্যায়  c) রঙ্গনাথন  d)  রবীন্দ্রনাথ ঠাকুর।


৫) বিষয় কত প্রকার?

a) দুই প্রকার  b)  একপ্রকার c)  তিন প্রকার d)  বহু প্রকার।


৬) পুস্তক মেলা আয়োজনের মুখ্য দায়িত্ব কার?


a)  সরকারের b) লাইব্রেরী কমিটির  c)  লাইব্রেরিয়ানের দায়িত্ব d)  পুস্তক প্রকাশনার দায়িত্ব।


৭)ডিমান্ড  এবং সাপ্লাই এই তত্ত্বটি কে দিয়েছেন?

a)  ম্যাকলভিন b) এন্ড্রু কার্নেগী  c) আদম  d) এডোয়ার্ড এডোয়ার্ড।


৮) লাইব্রেরীতে পত্রিকার কালেকশন কত রকম ভাবে হয়ে থাকে?

a) এক রকম ভাবে  b) দুই রকম ভাবে  c)  চার রকম ভাবে d) সরকারের অনুদানে ।


৯) KARDEX কি ?

a)  এক ধরনের তাক b)  এক ধরনের ক্যাটালগ কার্ড c)  a এবং b উভয় d)  কোনোটিই নয়।


১০) INDMED কি?

a)  মেডিকেল জার্নাল b)  ডাটাবেস c) a এবং b  d)  কোনোটিই নয়।


১১) কোন ধরনের ভাষা কম্পিউটার বোঝে?

a) হাই লেভেল ল্যাংগুয়েজ   b) মেশিন ল্যাঙ্গুয়েজ  c)  লো লেভেল ল্যাংগুয়েজ d)  সবগুলি।


১২) পৃথিবীর সবচেয়ে বড় জার্নাল স্টোর কত সালে প্রকাশিত হয়?

a)  1969 b) 1995  c)  1998 d)  1992.


১৩) Accsestion কথাটি কার সঙ্গে সম্পর্কিত?

a) কালেকশন  b)  বুক অর্ডার c)  স্টক d)  অধিগ্রহণ বিভাগ।


১৪) RRRLF কতগুলি শাখা রয়েছে?

a)  একটি b) তিনটি  c)  চারটি d)  পাঁচটি।










Post a Comment

Previous Post Next Post