Target SSC Set-1



 Q. ALA এর মুখ্য কার্যালয় কোথায়?

a) শিকাগো b) লন্ডন c) হেগ শহর d) কোনোটিই নয়।

Q. ফাদার অফ ক্যাটালগিং কাকে বলে?

a) অ্যান্থনি পানাজি b) রঙ্গনাথন c) জন কটন ডেনা d) C.A কাটার।

Q. ISBD  তে কতগুলি তত্ত্ব লেখা আছে?

a) 7 টি b)  8টি c) 91টি d) 33টি ।

Q. একটি বইয়ের জন্য কতগুলি ক্যাটালগ কার্ড তৈরি হয়?

a) ৪টি b) ৭টি c) ৬টি d) ৪৮ টি ।

Q. কোলন ক্লাসিফিকেশন প্রকাশিত হয় কত সালে?

a) 1931 b)1932 c) 1933 d) 1833 ।

Q. কোলন ক্লাসিফিকেশন এর কোন এডিশন সবচেয়ে বেশি প্রচলিত?

a) পঞ্চম এডিসন b) ষষ্ঠ এডিশন c) সপ্তম এডিশন d) কোনো টি নয়। 

Q. ক্যাটালগ কার্ড এর দ্বিতীয় লাইন এর মধ্যে কতগুলি শব্দ লেখা যায়?

a) ৬   b) ৭    c) ৮     d)  ৪

Q.AACR2R বর্তমানে শেষ প্রকাশিত হয় কত সালে?

a) 2001  b) 2004    c)   2003  d) 2012

Q.Nead theary কে দিয়েছে?

a)  ম্যাকগ্রেগর b)  উইলিয়াম আউচ  c)   মাসলো  d) ডুকার।

Q. ISBD (M) কত সালে আসে?

a) 1974  b)  1973  c)   1975  d) 1977

Q. পুস্তক চুরি আটকাতে কোন টেকনোলজি ব্যবহার করা হয়?

a)  RIFD b) RFID   c)  OPAC   d) সবকয়টি ভুল।

Q. ন্যাশনাল এডুকেশন কমিশন 1964 এর চেয়ারম্যান কে ছিল?

a) রাধাকৃষ্ণন b) কোঠারি   c) D.B কৃষ্ণা    d) মৌলানা আবদুল কালাম আজাদ।

Q. ফটো চার্জিং সিস্টেম কে চালু করেন?

a) গিল্ডার ব্রাদার্স  b)  E.D করবেট  c)  নিনা ব্রাউন   d) জন কটন ডেনা।

Q. ডেট্রয়েট তত্ত্ব কে দিয়েছেন?

a) রঙ্গনাথন  b) রালফ এ আলভে লিং   c)   ব্রাদার্স  d) কর্বেট।

Q. বিবলিওমেট্রি কথাটি কত সালে চালু হয়?

a) 1986  b)  1968  c)   1967  d) 1976

Q. গ্রাহক টিকিট পদ্ধতির প্রবক্তা কে?

a) মেলভিন   b)  B.D কৃষ্ণা  c) B.S কেশবন    d) রঙ্গ নাথন।

Q. গ্রন্থাগারের আত্মা কাকে বলা হয়?

a) বইকে  b)  ক্যাটালগ কেবিনেট কে  c) পুস্তক অধিগ্রহণ খাতা কে    d) স্ট্যাক রুম কে।

Q. পুস্তক অধিগ্রহণ রেজিস্টার খাতায় কতগুলি কলম থাকে?

a)  12 b)  14  c)  21   d) 30.

Q. বুক সিলেকশন কোন সূত্রের অন্তর্গত?

a) প্রথম সূত্র  b)  দ্বিতীয় সূত্র  c) তৃতীয় সূত্র    d) চতুর্থ সূত্র

Q. হরেকৃষ্ণ মেহেতা স্টেট লাইব্রেরী স্থাপন করা হয় কত সালে?

a) 1957  b)  1975  c)  1959   d) 1960

Q. পুরনো বাজেটকে শূন্য ধরে নতুন বাজেট তৈরি করলে, তাকে কি ধরনের বাজেট বলা হবে?

a) PPBS  b)  PBBS  c)  ZBBS   d) পারফরম্যান্স।

Q. PODCOC ফর্মুলা কে দিয়েছেন?

a) হেনরি ফয়াল  b)  উইলিয়াম আউচ  c)   মাসলো  d) ডুকার।

Q. ফাদার অফ কম্পিউটার কাকে বলে?

a) চার্লস ব্যাবেজ  b) পাস্কাল   c)  লুম  d) হলার্থ।

Q. ফাদার অফ মডার্ন কম্পিউটার কত সালে তৈরি হয়?

a)  1936 b) 1947   c)  1924   d) 1935

Q. ডাটা কত প্রকার?

a) 4 প্রকার b) ছয় প্রকার   c)  তিন প্রকার   d) একাধিক।

Q. কতগুলি টেক্সট ক্যারেক্টার আছে?

a) 256  b) 265   c)  204   d) 201

Q. ইন্ডেক্স কি ধরনের শব্দ?

a) ল্যাটিন শব্দ  b) গ্রিক শব্দ   c) ফরাসি শব্দ    d) ইতালিক শব্দ।

Q. সাইন্স সাইটেশন ইন্ডেক্স কত সালে প্রকাশ হয়?

a) ISI -1964  b) USA -1979   c) LA -1964    d) ILA - 1964

Q. কাও কাফ প্রিন্সিপাল এর একটি উদাহরণ দাও?

a) ক্লাসিফিকেশন এবং ক্যাটলক  b) ক্লাসিফিকেশন এবং ইন্ডেক্স   c) ক্যাটালগ এবং ইন্ডেক্স    d) এদের কোনোটিই নয়।

Q. TOTAL PHASES কতগুলি?

a)  চারটি b)  6 টি  c)  পাঁচটি   d) কোনোটিই নয়।

Q. কেমিক্যাল অ্যাবস্ট্রাক্ট কতদিন অন্তর প্রকাশ করায় হয়?

a) সেমি মান্থলি  b)  সাপ্তাহিক  c)   মান্থলি  d) ইয়ারলি।

Q. INDICARE শব্দের অর্থ কি?

a) বিন্দু  b) তত্ত্ব    c)  স্পেস   d) তথ্য।

Q. লাইব্রেরী এন ইনফরমেশন সায়েন্স অ্যাবস্ট্রাক্ট কতদিন অন্তর প্রকাশিত হয়?

a) 30 দিন  b) 15 দিন   c)   7 দিন  d) 90 দিন.

Q. পশ্চিমবঙ্গের গ্রন্থাগার আইনের পূর্বে কতগুলি রাজ্যের গ্রন্থাগার আইন চালু হয়।

a) পাঁচটি  b)  চারটি  c) তিনটি    d) ছয় টি।

Q. হরে কৃষ্ণা মেহেতা পাবলিক লাইব্রেরী কোন রাজ্যে অবস্থিত?

a) উত্তর প্রদেশ  b)  মধ্যপ্রদেশ  c)   উড়িষ্যা  d) অন্ধপ্রদেশ।





1 Comments

Previous Post Next Post