Five Fundamental Categories ( PMEST ) Dr.S.R. Ranganathan


         ফ্যাসেট (Facet) হল পারস্পারিক সম্পর্কের নানা গুণযুক্ত ধারণার সমষ্টি। এক বা একাধিক খণ্ড চিন্তার সমষ্টিকে বলা হয় ফ্যাসেট। একটি বিষয়ের অন্তর্গত এক বা একাধিক ভাবের সমাবেশকেই ফ্যাসেট বলা হয়ে থাকে।

        উদাহরণস্বরূপ বলা যেতে পারে সাহিত্যের অন্তর্গত ফ্যাসেট গুলি হল, নাটক কাব্য প্রবন্ধ ইত্যাদি।    কোন একটি ফ্যাসেটের অন্তর্ভুক্ত যেকোনো খন্ড চিন্তা বা ও অমিশ্র ধারণাকে বলা হয় ফোকাস (Focus) বা মুখবিন্দু।

        ফোকাস (Focus) এর বহুবচন Foci অর্থাৎ ফোসি (Foci) বলতে বোঝায় অনেকগুলি (Focus) বা মুখ বিন্দুর সমষ্টি।

      ডক্টর রঙ্গনাথনের মতে দূরীকরণের ক্ষেত্রে পঞ্চ মৌলবর্গ এর দ্বারা কোন বিষয়কে সঠিক ভাবে বিশ্লেষণ করা যায়। বিষয় কে বিশ্লেষণ করলে বিষয়ের অন্তর্গত খন্ড চিন্তা বা ফ্যাসিস্ট কতগুলি মৌল বর্গের বিভক্ত হয়ে যায়। এই মৌল বর্গের সংখ্যা হল পাঁচটি। সেগুলি হল –…..........

ব্যক্তিত্ব personality (P),পদার্থ  matter (M),শক্তি energy (E) ,স্থান space (S),কাল time (T)

       ইংরেজিতে এই 5 টি মৌল বর্গ পঞ্চম ফান্ডামেন্টাল ক্যাটাগরিস নামে পরিচিত (Five Fundamental Categories ) ( PMEST ) অর্থাৎ 5 টি মৌল বর্গের আদ্যক্ষর দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে।

     উদাহরণস্বরূপ  বলা যেতে পারে  " ২০১১ সালের পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির গ্রন্থাগারের গ্রন্থের সূচীকরণ " । 

        এই উদাহরণে পঞ্চ মৌলের উপস্থিতি লক্ষ করা যায়, যার মধ্যে মূল বিষয় (Main Class বা MC ) হল "গ্রন্থাগার বিজ্ঞান ", ব্যক্তিত্ব বা (P) হল "বিশ্ববিদ্যালয়গুলির গ্রন্থাগার", পদার্থ বা (M) হল " গ্রন্থ " , শক্তি বা E হল "সূচীকরণ" , স্থান বা S হল "পশ্চিমবঙ্গ", ও কাল বা T হল " ২০১১ সাল"।


Post a Comment

Previous Post Next Post