সামাজিক প্রতিষ্ঠান রূপে গ্রন্থাগার library as a social institution.

 1) গ্রন্থাগার কি?

 উত্তর :- গ্রন্থাগার হল পাঠোপযোগী মুদ্রিত ও অমুদ্রিত (Print and Non print) দৃশ্য-শ্রাব্য (Audio Visual) সকল প্রকার। এটি ইংরেজি Library শব্দের বাংলা অনুবাদ। Library শব্দটি ল্যাটিন শব্দ Librarium থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ – a book case অর্থাৎ গ্রন্থের আধার। বর্তমানে গ্রন্থাগার একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান রূপে পরিচিত।

২) গ্রন্থাগার বিজ্ঞান কি? 

উত্তর :- গ্রন্থাগার এর অস্তিত্ব প্রাচীনকাল থেকে বিদ্যমান থাকলেও গ্রন্থাগার বিজ্ঞানের আবির্ভাব অনেক পরে হয়েছে। প্রাচীন ও মধ্যযুগের গ্রন্থাগারের নানা কাজকর্ম যেমন , বর্গীকরণ ও সূচীকরণ ইত্যাদি দেখা গেলেও আধুনিক যুগে মেলভিল ডিউই এর উদ্যোগে ১৮৮৭ খ্রিস্টাব্দে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রন্থাগার বিজ্ঞানের পাঠক্রম চালু হয়। এই শাখায় পুস্তক নির্বাচন থেকে শুরু করে পুস্তক সম্পর্কে অধ্যয়ন, গ্রন্থাগার পরিচালনা, বর্গীকরণ, সূচকরণ, ও  অনুনয় সেবা, রেফারেন্স সার্ভিস, গ্রন্থপঞ্জি প্রভৃতি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পর্কে শিক্ষা দেওয়া হয়।

৩) তথ্য বিজ্ঞান কি?  ( Information science)

উত্তর :- তথ্য বিজ্ঞান  গ্রন্থাগার বিজ্ঞানের অনেক পরে আবির্ভূত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতিতে তথ্যের আঁধারে বিপুল পরিবর্তন দেখা গেল। বিজ্ঞানী, গবেষক, প্রযুক্তিবিদ, প্রমূখ পন্ডিত ব্যক্তিদের প্রয়োজনে তথ্যের বিশ্লেষণ ও তথ্যকে নতুন রূপে উপস্থাপনা প্রয়োজন দেখা দিল। এইভাবে জন্ম হলো তথ্যবিজ্ঞানের, যেটি বিভিন্ন বিষয়ে একটি সম্মিলিত রূপ (Interdis ciplinary) অর্থাৎ  এখানে মনোবিজ্ঞান, ভাষাতত্ত্ব, গণিত, পদার্থবিদ্যা, কম্পিউটার, অনুবাদবিদ্যা, ইত্যাদি নানা বিদ্যার সমন্বয়ে তত্ত্বের উৎপত্তি, বিকাশ ও ব্যবহার সম্পর্কে শিক্ষা দেওয়া হয়।

৪) গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (library and information science)

উত্তর :- গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান একটি আধুনিক বিষয়ে রূপে পরিচিত লাভ করেছে। এই বিষয়ে গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্য বিজ্ঞান ও উভয়েরই ছায়া প্রতিবিম্ব হয় ভারত বর্ষ সহ বিভিন্ন দেশে বর্তমানে গ্রন্থাগার বিজ্ঞান এর পরিবর্তে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান এর পাঠক্রম পড়াশোনা শুরু হয়েছে। গ্রন্থাগার বিভাগীয় গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগে পরিবর্তিত হয়েছে।


Post a Comment

Previous Post Next Post