ILA (Indian library association) 12 সেপ্টেম্বর 1933 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতায় আয়োজিত সর্বভারতীয় গ্রন্থাগার সম্মেলনের সময়। এটা বর্তমানে 1982 সাল থেকে নয়া দিল্লিতে অবস্থিত। ভারতীয় গ্রন্থাগার সমিতি (ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন) যখন প্রতিষ্ঠিত হয়, অল ইন্ডিয়া লাইব্রেরী অ্যাসোসিয়েশনের সভাপতি এ.সি.উলনার (A.C.Woolner) ছিলেন। এবং Dr. M.O.Thomas (1933-1937) নিযুক্ত হন ILA এর প্রথম সভাপতি।
1944-1953 থেকে রঙ্গনাথন ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন (ILA) সভাপতি ছিলেন। বর্তমান চেয়ারম্যান ডঃ শাহাবাদ হুসাইন। (Shahabad Hussain). এবং 1 এপ্রিল থেকে 2019 সাল থেকে B.D.Kumbhar চেয়ারম্যান পদে অধিষ্ঠিত।
1933 থেকে 1947 সাল পর্যন্ত 7 বার Major Conferences আয়োজন করে ILA । কিন্তু সবচেয়ে বড় সম্মেলনটি নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল 1972 সালে ডক্টর এস আর রঙ্গনাথনের শততম জন্মদিন হিসেবে। যেখানে IFLA আর ILA দুজনে মিলে এই সম্মেলনটি পরিচালনা করেছিলেন।
1995 সালে ILA প্রায় 10 হাজারের মতো একটি ডাটাবেস তৈরি করেছে যার নাম হল নালন্দা (NALANDA) . NALANDA ডাটাবেসে ভারতের সমস্ত লাইব্রেরী গুলি সংযুক্ত করেছে যেমন একাডেমিক লাইব্রেরী পাবলিক লাইব্রেরী এবং স্পেশালিটি লাইব্রেরী।
ILA প্রতিবছর আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। এরমধ্যে 2018 সালে 63 তম বার্ষিক সম্মেলন ILA আয়োজিত হয়েছিল লখনৌতে। এবং 64 তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ইন্দোর (INDOR) ।
ILA প্রকাশনা :–
ভারতীয় লাইব্রেরী ডিরেক্টরি (director of Indian libraries).
JILA জার্নাল ILA - 1965 (Quarterly)
ILA নিউজ লেটার / বুলেটিন (মাসিক)
ILA পুরস্কার (Awards)
নিম্নলিখিত পুরস্কার গুলি ILA বার্ষিক অসামান্য এবং প্রশংসনীয় জন্য দেওয়া হয় লাইব্রেরীর কাজের ক্ষেত্রে।
1) Dr.P.S.G.Kumar – lifetime achievement.
2) Kaula – best librarian award.
3) Dr. L.M Padhy – best university librarian award.
4) Gidwani Desh Pandey – best academic liberian award.
5) S M Ganguly - best school library award.
6) C. D Sharma Award - Best Paper Present in Conference.
7) A.C Moti wala Young Author Best Paper .
8) P.V Vergeesh Award - Best Article in JILA .
Tags:
ILA