গ্রন্থ বর্গীকরণ এর বৈয়াকরণ রূপে খ্যাত, ডাবলু সি বি সেয়ার্স সর্বপ্রথম " বর্গীকরণ বিধি " শব্দটি ব্যবহার করেন। বিভিন্ন পদ্ধতি ও তার বিধিসমূহ পরীক্ষা করে তিনি 1915 - তে " canons of classification " নামে প্রকাশ করেন। তার মতে - ক্লাসিফিকেশন হল বস্তুর বিভিন্ন শ্রেণীর উপর ভিত্তি করে বিভাজন বৈশিষ্ট্য এবং ক্রমানুসারে তাদের ব্যবস্থা করা।
সেয়ার্স নিজে কোন বশীকরণ পদ্ধতি উদ্ভাবন করেন নি – বর্গীকরণ তত্ত্বের অন্যান্য প্রবক্তাদের তথ্যগুলি সুবিন্যাস্ত করে 29 টি বিধির অধীনে আনার চেষ্টা করেন। এই বিধিগুলি 6 টি ভাগে বিভক্ত :
১) সংজ্ঞার্থ // Definition . ( 6টি বিধি ) : বিভিন্ন মানসিক ধারণা বা বিভিন্ন বস্তুর সাদৃশ্যের উপলব্ধি এবং সেই সাদৃশ্য বা একত্বের ভিত্তিতে যেসব ধারণা বা বস্তুর পারস্পারিক সম্পর্ক নির্ধারণের প্রক্রিয়ায় বর্গীকরণ। বস্তুজগতে বিদ্যমান সদস্যকে বর্গীকরনে বলা হয় বৈশিষ্ট্য।
২) বিভাজন ( 7 টি বিধি ) : বিভাজন হলো সাদৃশ্যের তারতম্যের ভিত্তিতে সমস্ত একত্রীকরণ এবং বৈসাদৃশ্যের তারতম্য অনুযায়ী বস্তুর পৃথকীকরণ। যে বৈশিষ্ট্যের ভিত্তিতে বস্তুর নিজের বিভাজন করা হয় তা স্বাভাবিক হতে পারে, আবার কৃত্রিম হতে পারে। অধিক তর সংখ্যক এবং অল্প তর গুণসম্পন্ন বস্তুর দিকে বিভাজন এর গতি। বিভাজন প্রক্রিয়া টি হওয়া উচিত ক্রমিক। যে বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভাজন করা হয় প্রতিটি পর্যায়ে তাকে হতে হবে সঙ্গতিপূর্ণ।
৩) পদ ( 4 টি বিধি ) : বর্গীকরণ প্রক্রিয়ার পদের ব্যবহার গুরুত্বপূর্ণ। একটি পদ একটি শ্রেণীর বাচক। পদ কখনোই অনেক অর্থবোধক, তুলনামূলক বা মূল্যায়ন মূলক হবে না।
৪) গ্রন্থ বর্গীকরণ ( 4 টি বিধি ) : বইয়ের বিষয় অথবা রূপ অথবা দুই বা অন্য কোনো স্বীকৃতি যুক্তিসম্মত ক্রম অনুযায়ী বই সাজানোর জন্য এই বিধির উদ্ভাবন। সাধারণভাবে এইগুলি অবশ্যই সামান্য প্রকৃতির হবে, তবে বিশেষভাবে কোন বিশেষ বিষয়ের জন্য স্বতন্ত্র ভাবে তৈরি করা যেতে পারে। নতুন নতুন বিষয় অথবা পুরানো বিষয়ের নব নব উপবিভাগের জন্য যথেষ্ট অবকাশ থাকা এবং উপযুক্ত সহায়ক এর সমাবেশ আবশ্যক।
৫) নোটেশন ( 5 টি বিধি ) : নোটেশন হলো বিড়ি সম্মতভাবে এবং যুক্তিসঙ্গত ক্রমে বিন্যস্ত শ্রেণি নাম বোধক সংকেত চিহ্ন মালা। নোটেশন যে কোন প্রতীক চিহ্ন দিয়ে গঠিত হতে পারে – তবে তা সংক্ষিপ্ত, সহজ, নমনীয় এবং স্মৃতিস্মারক হওয়ার প্রয়োজন। সাধারণত মুখশ্রীর জন্য বর্ণমালা এবং মুখ্য শ্রেণীর উপবিভাগের জন্য অক্ষরের সঙ্গে সংখ্যার ব্যবহার অধিক প্রচলিত।
৬) গ্রন্থ বর্গীকরণ পদ্ধতি ( 3 টি বিধি ) : বর্গীকরণ পদ্ধতি বিষয়ের পূর্ববর্তী তার ক্রম অনুসারে স্তম্ভাকার সারণিতে মুদ্রিত হওয়ার প্রয়োজন। পদ্ধতিটি প্রয়োগ ও প্রক্রিয়ার ব্যাখ্যা মূলক ভুমিকা থাকা একান্ত দরকার। নিরন্তর অনুশীলন ও পরিমার্জন এর মাধ্যমে বশীকরণ পদ্ধতি আধুনিকীকরণ আবশ্যক।
উইলিয়াম চার্লস বারউইক সেয়ার্স এর - বর্গীকরণ বিধি / library classification উল্লেখযোগ্য গ্রন্থ গুলি হল :–
1. Canons of classification ( 1915 )
2. Manual of library classification ( 1926 )
3. Grammar of library classification ( 1935 )
4. Introduction to library classification ( 1958 )