তথ্যপ্রযুক্তির ( information technology) ক্রমবর্ধমান ব্যবহারের কারণে বিভিন্ন ধরনের তথ্য সিস্টেম গুলি আন্তর্জাতিকভাবে বিকশিত হয়েছে। যার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত তথ্য সংকলিত এবং সংরক্ষিত।
আন্তর্জাতিক তথ্য সিস্টেম গুলির মধ্যে - INIS এবং AGRIS সম্বন্ধে নিচে সংক্ষেপে আলোচনা করা হলো –
INIS (international Nuclear information system)
INIS প্রতিষ্ঠিত হয়েছিল 1970 সালে আন্তর্জাতিকভাবে IAEA (international atomic energy agency) দ্বারা। INIS এর সদরদপ্তর ভিয়েনা অস্ট্রিয়া Austria.
এর মূল উদ্দেশ্য আন্তর্জাতিক পর্যায়ে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবস্থা করা। বর্তমানে এটির 99 টি দেশ এবং 17 টি আন্তর্জাতিক সংস্থা এর সদস্য।
ভারতে অবস্থিত মুম্বাইয়ে জাতীয় কেন্দ্র BARC (Bhabha atomic research centre) .
AGRIS (international system for agriculture science and technology)
কৃষি বিজ্ঞানের জন্য আন্তর্জাতিক ব্যবস্থা এবং প্রযুক্তি AGRIS ইতালির রোম শহরে 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। FOA খাদ্য ও কৃষি (food and agriculture organisation) দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
যার মূল উদ্দেশ্য হলো গবেষকদের জন্য তথ্য প্রদান করা এবং বিশ্ব পর্যায়ে কৃষি গবেষণা (agricultural research) তৈরি করা। বর্তমানে 125 টি দেশ এবং 20 টি আন্তর্জাতিক সংস্থার সদস্য।